জলভরা মেঘ ধীরে ধীরে উড়ে যায়
দূর আকাশের অসীমের সীমানায়।
       বহতা বাহারি নদী
       কেঁদে যায় নিরবধি
স্বচ্ছ ঠাণ্ডাজল পরশের প্রত‌্যাশায়।


অন্ধকার গলে নাতো আর চারিদিকে
অলৌকিক আলোকে সেতো হয় না ফিকে।
        গহন আঁধার রাতে
        অনন্ত অভিসম্পাতে!
আজও চিনিনিকো তারে; আমার আমিকে।


২৪/০৮/২০২০
মিরপুর, ঢাকা।