মানুষের ভালোবাসা পুরোটাই কি স্বপ্নিল?
বৃষ্টিমূখর সময়ে আশ্রয়ের স্থান খোঁজে
নীড়হারা পাখিকুল, সুখময় স্বপ্ন বোনে।
একমুঠো কবিকথা আকাশে ছড়িয়ে দেয়-
'জল পড়ে পাতা নড়ে।' শতাব্দীর শিল্পকথা
বারবার ফিরে আসে; অন্তরে ফোটায় ফুল।
নক্ষত্রের ধ্রুব আলো তোমাকে ভেবেছি আমি;
এ জীবনে কতোবার অমৃতবচন শুনে
জলোচ্ছ্বাসে ভাসায়েছি বেহুলার পদ্মভেলা।
জীবনের গতিপথ অন্যপথে মোড় নেয়;
নর-নারী আর দুঃখ, ভালোবাসা পরস্পর
চলে সাবলীলভাবে মরুর চাঁদের মতো।
আগুন-পাহাড়-নদী রাতের কবিতা যেন
একসাথে জ্বলে উঠে ঘুমহীন শূন্যতায়।
শাওনের আকাশের মতো সারাদিন কাঁদে
বিরহীর তাতপ্রাণ; জনারণ্যে বড় একা।


২৬/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।