সে এসেছে কালরাত্রে, এই বাংলাদেশে,
দুর্বৃত্তের দুঃসাহসে হন্তারক হয়ে।
বিভীষিকা মূর্তি ধরে সেতো চাতুরিতে,
অহোর্নিশি। কর্ম তার বকধার্মিকের!
শাণিত খঞ্জর হাতে মোহাম্মদী বেগ
বিড়ম্বিত গ্লানী নিয়ে হননের মন্ত্র
পাঠ করে। সারি সারি শবদেহ চায়,
অন্যরূপী পিশাচের মতো অন্ধকারে।


কপালের কালো দাগে উলঙ্গ ধূর্তামি,
মাত্রারিক্ত ভ্রান্তমতি। লোহিত সকালে
আনন্দ আকাশে ঝড়ের তাণ্ডব আনে।
অন্ধকারে প্রেতলোক বানাতে চায় সে;
সোনার বাংলাদেশকে। শত্রুর দালালে
ভরে গেছে এ দেশ বেণিয়ার আশ্বাসে।


০৪/০৪/২০২১
মিরপুর, ঢাকা।