ঝড় তুলে তুই খড় উড়াইলি খবর নিলি না নিজের,
চন্দনে তুই আগুন জ্বালালি! হতে পারে তার কি জের?
ভাঙে নিশ্চয় স্বপ্নসৌধ রাত্রির সমাপনে,
লোভ-লালসার ক্ষমতার সিঁড়ি; বল্, কে পায় গোপনে?
বিদ্রোহ তোর রাষ্ট্রের সাথে, কোন সে শক্তিবলে?
ধর্মের ঠুলি নয়নে পরিয়ে তালেবান নিলি দলে।
তিরিশ লক্ষ শহীদের সাথে বেইমানি করে কেহ,
সাজাতে পারে না ভুবনের মাঝে নিজের হেরেম গেহ।
দুই লক্ষের অধিক নারীর অশ্রুজলের দেশ,
আঠারো কোটির জনতার ভূমি অমর বাংলাদেশ!
সাধুর পোষাকে ডাকাত রে তুই! জেনে গেছে এই জনতা,
ধর্মের নামে অসৎ কর্মে চেয়েছিলি তুই ক্ষমতা।
ছল করে তুই টানবি পিছনে এ সাহস পেলি কই?
দুর্বৃত্তের পাকা ধানে তাই জনতা দিয়েছে মই।


২৫/০৪/২০২১
মিরপুর, ঢাকা।