আজ, যৌবনের গান হবে সমবেত কণ্ঠে,
সুন্দরের প্রত্যাশায়; জরাজীর্ণ যতো ধ্বংস করে
সম্মুখে এগিয়ে যাবো, নবতর যৌবনের গানে।
যতো পুরাতন কুসংস্কারময় পঙ্কিল দুর্দশাগ্রস্ত
এক লহমায় আজ ছুঁড়ে ফেলে দেবো, দূরে;
যৌবনের তেজে প্রাণের বিশ্বাসে পৃথিবীর
মানুষের বন্দনায় গেয়ে যাবো যতো গান,
সত্য-সুন্দরের বিমোহিত সুরময় অফুরান।
শতাব্দির জঞ্জালকে যৌবন-অনলে পুড়িয়ে পুড়িয়ে
ছাই করে দিয়ে; অতঃপর, ওড়াবো আকাশে
সত্যের মৃন্ময় পৃথিবীকে মানুষের বাসযোগ্য
করার প্রত্যয়ে; তিমিরবিদারী অনল প্রবাহে
মননের অন্ধকার, মিথ্যাকে পশ্চাতে ফেলে
তারুণ্যের ধ‌্যানের মৃণাল- যৌবনের শতদল
বিকশিত করে দেবো নিদ্রাতুরা অটল সলিলে।


২৫/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।