(কবি অনিরুদ্ধ বুলবুলের আলোচনা-
'জয়, বাংলা-কবিতার জয়' পাঠান্তে)।
-------------------------------


জয় বাংলা-কবিতার আসরের জয়!
বিশ্ব ভ্রহ্মাণ্ডের মাঝে চির জাগরূক
হবে নিশ্চয়; মধুরিমা না করে ক্ষয়,
কাব্য প্রেমের সৌরভে তা' ভরে উঠুক।
জাগো, হে চির তারুণ্য! সারা বিশ্বময়;
নবিশ কবিরা এসো, প্রবল প্রতাপে
ছন্দে, শব্দে, ভাবনার প্রকাশে; নিশ্চয়
মগ্ন রবে সাবলীল প্রেমের প্রচাপে।


এখানে এসেছে শুদ্ধ ছাত্র, পেশাজীবী,
অবসরপ্রাপ্ত চাকুরে, গৃহিনী, বেকার,
সবে মিলেমিশে গড়ে কবিতার ঢিবি;
হচ্ছে সবার কালের সুষ্ঠু ব্যবহার।
ভালোবেসে কবিতারা কবিকে যে কয়-
'জয় বাংলা-কবিতার আসরের জয়'!


২১/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।