ছোট্টমনি জয়ী সোনা
        তুলতুলে তার গাল.
শান্ত-সুবোধ কয় না কথা
        মনে ভীষণ তাল।


ফ্যালফ্যালিয়ে রয় তাকিয়ে
        টুকটুকিয়ে হাঁটে,
চাঁদের বুড়ি নামলো বুঝি
        বাংলাদেশের মাঠে।


জয়ীর প্রতি ভালোবাসা
        অনেক আশির্বাদ,
বড়ো হয়ে হয় যেন সে
        আঁধার কাটার চাঁদ।


জ্যোৎস্নালোকে ভাসাবে যে
        অন্ধকারের কালো,
লেখাপড়ায়, কর্মগুণে
        জ্বালবে জ্ঞানের আলো।


২৩/০৫/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।