যুদ্ধ!
যুদ্ধ এখন চারিদিকে
যুদ্ধ ঘরে-বাহিরে,
যুদ্ধ এখন বিশ্বসীমায়
শান্তি কোথাও নাহি রে।


যুদ্ধ এখন সিরিয়াতে
কাতার, প্যালেস্টাইনে,
ইরাকে, আফগানিস্তানে
যুদ্ধ ইয়ামাইনে।


যুদ্ধ এখন গণতন্ত্রে
যুদ্ধ সমাজতন্ত্রেও,
যুদ্ধ চলে স্বার্থ-মোহে
যুদ্ধ শুভ মন্ত্রেও।


শীতল যুদ্ধ, তরল যুদ্ধ
কথার যুদ্ধ চলছে যে,
চীন, রাশিয়া, আমেরিকা
যুদ্ধে ইউরোপ টলছে যে।


যুদ্ধ মানে প্রাণের বিনাশ
যুদ্ধ মানে ধ্বংস-লয়,
যুদ্ধ মানে অধঃপতন
মানবতার বিশ্বময়।


ভাতের যুদ্ধ যুগে যুগে
করছে যতো নিঃস্বজন,
বুর্জোয়ারা জোট বেঁধে সব
যুদ্ধে দিছে বিসর্জন।


মাদক এবং অস্ত্র এখন
বিধ্বংসী এক যুদ্ধমাঠ,
এ যুদ্ধে আজ জিততে হবে
নইলে হবে সব লোপাট।


যুদ্ধ প্রতিহত করার
প্রচণ্ড এক যুদ্ধ চাই,
এবার মেধার যুদ্ধ হবে
মেধার যে বিকল্প নাই।


অস্ত্র ছেড়ে, মাদক ছেড়ে
যুদ্ধ এবার মেধার হোক,
আলোয় আলোয় উঠুক ভরে
বিশ্ব-ভুবন মর্ত্যলোক।


২৩/০১/২০১৯
মিরপুর, ঢাকা।