কাব্য আমার অনিন্দ্য এক ছন্দ খুঁজিয়া পায়,
কবিতা এবং কাব্য লিখিয়া কবির জীবন যায়।
কিশোর কাব্য আমাকে তুমি চিনতে পারো এখন?
শ্রাবন দিনের কাব্য আমার পায় জড়তার সমন।
নুনের মতোন দুঃখ নিয়ে সময় হলো কাব্য করার;
পাহাড়ের কান্না ঝরনার জলে মিশে হয় একাকার।
কাব্য-কণিকা সুদূরের নীলে নিকষ কালোর ছোঁয়া,
ছ্যাকানু কাব্যে যেন ভালেবাসার রসগোল্লা পাওয়া।


বেদনা ভরা প্রেমের কাব্য হৃদয়ে দুঃখ আনে,
কাব্য-কঙ্কাল এলো মেলো চলো রাত্রি জাগরনে।
বিষবৃক্ষ আর অ-সুখের কাব্য সময়ে অসময়ে আসে;
সুলতার ওষ্ঠে প্রতিটি কাব্যেই প্রেম-প্রকৃতি হাসে।
তোমার জন্য মিছেমিছি আমি এ কাব্য লিখি নাই,
নিবির করে তোমায় দেখি আঁখির দুয়ারে তাই।
অসম্পূর্ণতার কাব্য-গীতিকা আরতো চলেনা;
তুমি আর আমি দুইজনে যেন কাব্য ও যন্ত্রনা।