প্রেমের তিয়াসা জেগেছে হৃদয়ে
দাও সাকী দাও সরাব আমায়;
ভৃঙ্গারে দাও শৃঙ্গার ভুলে
পিপাসা মেটাবো তোমার সুধায়।


বাতাসে বিরাজে শত প্রাণবায়ু
আর মরণের কতো ভাইরাস!
যেমন মানুষে ভালো ও মন্দ-
চতুর শকুনি, রাজা সাইরাস।


লাল সরাবির খুশবো ছড়াবো
আলোতে ভরাবো বিশ্ব-ভুবন!
যতো কালো আছে ধরণীর বুকে
ঘুচাবো দু'হাতে করি আজ পণ।


রাগ, ক্ষোভ, ঘৃণা তেড়ে-ফুঁড়ে ওঠে
মান-অভিমান জ্বলে দাউ দাউ;
গিলতে পারি না সহসা সহজে,
অবশেষে, লাজে করি হাউকাউ।


কবিরা এখন কবিতা লিখে না
করে তোষামোদ ভুলে অপমান;
পদক-তকমা লভিবার তরে
বেচাকেনা করে মান-সম্মান।


২১/০৪/২০২২
মিরপুর, ঢাকা।