বাকীর হিসেব শূন্য
==========
স্বর্গ নেশায় মরুভূমি করছো ধরার জীবনকে,
আঁকড়ে ধরো দু'হাতে আজ হুরের আশায় মরণকে!
মাটির দেহ হবে মাটি মিশে যাবে মাটিতে,
ভবিষ্যতের ভোগের নেশায় করছে মরণ স্মরণ কে?


দিব্য প্রেমের শরাব
==========
শরাব পিয়ে মাতাল হয়ে চল্ রে এবার ধর্মালয়,
মুর্শিদের ঐ দিব্য প্রেমের গেলাস ভর্তি শরাব রয়।
নামের শরাব পান করো আজ ফর্সা করে দীলখানি,
মুহম্মদ যে মুর্শিদ, তাই, আল্লাহ খেলেন জগৎময়।


সুরের নেশায় মাতাল
===========
সুরার নেশায় মাতাল হয়ে প্রিয়ার সাথে পান করি,
ধরার বুকে সুর-বেসুরে গলা ছেড়ে গান ধরি;
থাকতে জীবন ভোগ করে যাও, মানুষ জীবন একটা তো,
এসো বন্ধু, সদলবলে মিলেমিশে 'ফান' করি।


০৭/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।