ভরা ভাদরের কালে, পুকুরের জলে
সাদা মেঘের মেয়েরা দল বেঁধে নামে;
আয়নার মতো স্বচ্ছ জল টলমলে,
ঢেউ তোলে মেঘবতী জলাঙ্গীর ধামে।
মায়াবতী আয়নায় তোমার মূরতি,
মৃন্ময়ীর অপরূপ অলৌকিক ছবি;
হেসে যায়, নেচে যায়, যেন রূপবতী
নেমে আসে স্নিগ্ধ জলে, হয়ে যাই কবি।


বুকেতে রেখেছি জমা জলের আয়না,
ঘুমহারা জীবনের সবুজাভ আলো;
তরল আবেগ নিয়ে ধরেছো বায়না-
আলোর প্রদীপ জ্বেলে মুছে দিতে কালো।
রঙিন হাওয়ায় ভাসে জলের মুকুর,
তোমার ছোঁয়ায় হাসে কাচের পুকুর।


০৫/০৭/২০২০
মিরপুর, ঢাকা।