কালের ঘড়ি চলছে সঠিক  
      টক টক টক টক করে,
কখন জানি বন্ধ হবে
      খক খক খক খক করে।
জানে নাতো কিছু,
ঘুরছে মোহের পিছু;
মানুষজীবন লাভের আশায়
      ঘুরছে লোভের চক্করে।


বোধের ঘরে আগল তুলে
      স্বপ্ন দেখে খুব করে,
সকল কিছু দেখেন তিনি
      তবুও রহেন চুপ করে।
সময় শেষে এসে,  
বলবে হেসে হেসে-
অথৈ সাগর ডাকছে তোমায়
      ঝাঁপিয়ে পরো ঝুপ করে।


চার বেহারার পালকি চড়ে
      যেতে হবে খুব দূরে,
থাকতে হবে আঁধার ঘরে
      এক্কেবারে চুপ করে।
সঙ্গীসাথী হীন
কাটবে রাত্রিদিন;
ফেরেশতারা করবে সওয়াল
      ভীষণ বিকট রূপ ধরে।


২৮/০২/২০২২
চরবাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।