শক্তিতে যতো করো নাকো তুমি মত্ত গজের আস্ফালন!
কালের হাতুড়ি গর্দানে হেনে করবে তোমায় নিষ্ক্রমণ।
লোভের ছাতুকে তাড়াহুড়ো করে যদি করা হয় গলাধঃকরণ,
পরিশেষে এসে তুমি যাবে ভেসে, সময়ের সাথে করো নাকো রণ!
সময় এমনই শক্তিধর হে, থাকতে সময় নাহি বুঝে যে,
কালের ঘূর্ণি যাবে যে চূর্ণি অসত্য যতো আছে সমাজে।
ওরে লোভী মন! কেনো আস্ফালন? সত্যকে করো বন্ধুসুজন,
জানিও সত্য চির সুন্দর, ঘরে ও বাহিরে সেইতো আপন।


২২/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।