কালিদাস কবি মহতী-মূর্খ! রসহীন বাকশৈলী;
নিরসতরুর কাণ্ডে, শাখে ফোটায় পুষ্পের আরতি।
সুশোভিত সেই বনকুসুমের বাসে মৌতাত ধরণী,
জলভারে নত মেঘদূত এসে ভাসায় কাব্যকামিনী।
জুঁইচাঁপা ফুল নবীন মেঘের জলের পরশ যেমনে
সৌন্দর্যের সোহাগী গন্ধে মাদকতা আনে মননে;
তেমনি এনেছে কাব্যভুবনে মন্দ্রাক্রান্তা ছন্দে,
বিমোহিত হয় কাব্যমানস যজ্ঞেশ্বরের ভুবনে।


রেবার তীরের মেঘদূত কবি, কালিদাস কবিশ্রেষ্ঠ!
বারবিলাসিনী লক্ষহীরার হস্তে হলো যে নিহত;
সম্মোহনীয় গুণ ছিলো তার, স্বর্গরম্ভা যেভাবে
বশীভূত করে দেবতাগণকে নিপুণ নূপুর-শব্দে।
ডাকু বাল্মীকি রামায়ণ লিখে ধরণীতে হন পুজ্য,
অতি সম্ভোগী! কবি কালিদাস মেঘদূত লিখে হৃষ্ট।


২৩/০১/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।