মুজিবের দৃপ্ত তর্জনী ব্রহ্মার অর্জুন-গাণ্ডিব!
দুঃশাসন অবসানে টেনেছিলো দিব্য ছিলা,
রেসকোর্স ময়দানে একাত্তরের মার্চের সাতে;
অসম যুদ্ধের কুরুক্ষেত্র, যা ছিলো হত্যার লীলা।
স্বাধীকার স্বপনে বিভোর নুব্জবাঙালি-অন্তরে
দুঃখভারাক্রান্ত মনে করেছিলো প্রকাশ্যে রোপন,
মুক্তি ও স্বাধীনতার বীজমন্ত্র! দীপ্র বজ্রকণ্ঠে,
অনিরুদ্ধ কবিতার মতো উচ্চকিত উচ্চারণ-
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'।
বাঙালিমুক্তির মহামন্ত্র আজ বিশ্বে উচ্চারিত!
নির্যাতিত-নিপীড়িত মানুষের সুপ্ত চেতনায়,  
কালজয়ী বজ্রকণ্ঠে নিসৃত অমোঘ শব্দাবলী;  
মুক্তিকামীর মনে প্রেরণা আনে দৃপ্ত প্রতিজ্ঞায়।


০৭/০৩/২০২২
মিরপুর, ঢাকা।