রূপ সাগরে ডুব দিয়ে যে
খুঁজে ফিরি তাঁহারে,
অরূপা সে রয় না রূপে
খুঁজছি যারে আঁধারে।


খুঁজে গেলাম জনম ভরে
এ জীবনের স্তরে স্তরে
এই দেখি আবার দেখি না
বিজুলির সে ঝংকারে।


কালো বিড়াল অমাবস্যায়
ঝড়ের কালে লুকিয়ে যায়,
মন পেতে চায় সে অধরায়
ঝঞ্ঝাবর্ত মানুষ-ধরায়।


আলো জ্বেলে মনের মাঝে
খোঁজ যদি সকল কাজে
সে অরূপা স্বরূপ ধরে
নেবে কোলে তোমারে।


০২/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)