কাঁচালঙ্কার ভীষণ ঝাল
দাম শুনে হই বেসামাল
তীব্র আগুন লাগলো রে ভাই
        সবুজ কাঁচা মরিচে,
মরিচ ছাড়া ঘরে এলে
পাঠায় আমায় আবার ঠেলে
'লঙ্কা ছাড়া বিরিয়ানি
        খাওয়া না-খাওয়া মিছে।'


পাটের ব্যাগটি হাতে লয়ে
        আবার গেলাম বাজারে,
দুত্তরি ছাই জীবন মিছাই
        সংসার যে সাজা রে।


গিয়ে দেখি বাজার খাঁ-খাঁ
শূন্য সকল লঙ্কা-ঝাকা
ফিরে এলে খালি হাতে
        রাগবে যে বউ লাল চোখে,
ভাবতে ভাবতে ফিরে আসি
মুখটি করে হাসি হাসি
বলি তারে- 'ভালোবাসি,
        রান্না থুয়ে লও বুকে।'


শুনে কথা, ভীতু চোখে
        চেয়ে বলে ছেলের মা-
'কি হয়েছে? বন্ধ এবার
        বিরিয়ানি রান্নাটা।'


'বুকের ভেতর চিনচিনানি
লাগছে আমার ঘুমঘুমানি
'হার্ট'টা বুঝি 'ফেইলুর' হলো
        তাই, ফিরেছি বাড়িতে।'
তেজি গিন্নী নরম হয়ে
ত্রস্ত্রে এলো হাতা থুয়ে
রান্নাবান্না বন্ধ করে
        জল ঢেলে দেয় হাড়িতে।


হায় রে কপাল মন্দ এবার
        হলো নাতো বিরানি,
খিদার জ্বালায় ছুঁচো নাচে
        উদরেতে কামড়ানি।


লঙ্কা যেমন রাবনের দেশ
ধ্বংস হলো সব অবশেষ
সীতাহরন অপরাধে
        রাম-রাবনের যুদ্ধতে,
বউ যেন আজ লঙ্কা রাজা
দিলো আমায় কঠিন সাজা
রাবনের ন্যায় হতাশগ্রস্থ
        তার চে' বেশী ক্রুদ্ধ সে।


১১/১০/২০১৭
মিরপুর,  ঢাকা।