মানুষ রূপের অমানবিক পশু জানোয়ার!
কলঙ্কিত করছে তারা সমাজ ও সংসার।
সত্য এবং সুন্দরতা হত্যা করছে ওরা,
নিরাপরাধ জনের বুকে মারছে বিষের ছোরা।
বাড়ি বাড়ি গিয়ে তারা করছে অত্যাচার,
পাখির মতো মারছে মানুষ এমন দুরাচার!
লাঠির ঘায়ে নিথর করে, দেয় বৈদ্যুতিক শক,
সুযোগ পেলেই হত্যা করে, ইতিহাসের ঠক!
পবিত্রতার উর্দি পরে নষ্টজনের মতো,
কাশ্মীরি আমজনতাকে মারছে অবিরত।
ইচ্ছে যখন নিচ্ছে ধরে, ইচ্ছে যখন বন্দী,
ইচ্ছে যখন পেটাচ্ছে আর মানছে না যে সন্ধি।


৩১/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।