পার করো পার করো দয়াল
      পার করো আমারে।
অপার হয়ে আছি বসে
      ভব নদীর পাড়ে॥


অনন্ত অসীম তুমি
খুঁজে বেড়াই দিবাযামী
নিত্য খুঁজি কেবা আমি
      মায়ার এ সংসারে?


মোহের চশমা চোখে পরে
দেখছি আমি জগতটারে
অন্ধ চোখের বন্ধ ঘরে
মত্ত রয় যে ছয় চোরে।


আরশ মোকামে বসে
কাটাও কি দিন রঙ্গরসে!
লাজে ভয়ে মরি ত্রাসে
      ঘুরি মায়ার ঘোরে।


১২/০৪/২০২২
মিরপুর, ঢাকা।


`