বালিশের মূল্য
-------------
একটি বালিশ কিনবো যে ভাই করিয়াছি পণ;
ধান লাগে দশ মন!
হায়রে সোনার দেশ,
তোমার জন্য রক্ত দিলাম, হলাম যে নিঃশেষ।


ধান ও বালিশ
------------
হায়রে বালিশ! কতো নালিশ
চলছে তোমার নামে?
দশ মণ ধান মূল্য তোমার
ফলায় কৃষক ঘামে।
তুলিতে দেড় মণ,
দুঃখে কাঁদে মন।


রাজার দায়িত্ব
-------------
যোগ্য রাজার দায়িত্ব যে প্রজারই মঙ্গল,
দুষ্টুলোকের অসৎ কর্ম প্রতিহত করা,
দুর্নীতিবাজ, মন্দলোকের কঠিন শাস্তি বিধান;
নইলে রাজা খাবে ভীষণ ধরা।


দুর্নীতি ও ন্যায়নীতি
-----------------
দুর্নীতিটা বাড়লে দেশে, গরীবেরা মরে পিষে,
ধ্বংস যে হয় ন্যায়নীতিবোধ এবং পরিবেশ;
তারই সাথে ধ্বংসে মাতে
অর্থনীতি, সমাজ এবং  প্রিয়ত স্বদেশ।


যুদ্ধ শুরু হোক
------------
যুদ্ধ শুরু হোক এবার বাঁচাতে এ দেশ;
দুর্নীতিবাজ-
হোক না যতো রাজারই তাজ,
নির্বাসনে দে পাঠিয়ে;
নইলে, তারা বাংলাদেশকে করিবে নিঃশেষ।


২৪/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের 'কবিতা-একুশ' চলুক আসরে।
তার চেষ্টা করে যাই, এই অনু কবিতায়।)