'অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টা করে যাই এই অনু কবিতায়।)
-------------------------------------------------
(৩৬) প্রেমের সুতো
------------------
তোর পিরিতির সুতোয় বাঁধা বন্দি ছিলাম, বন্দি!
নষ্ট প্রেমের অন্ধকারে করেছিলাম ছিলো সন্ধি,
এখন তোরে মুক্তি দিলাম হবো না তোর দ্বন্দ্বী।


(৩৭) প্রশ্ন
---------
আমি তোমার ছায়া ছিলাম, ছিলাম তোমার গন্ধ।
আমার সাথে থাকতে তুমি পেতে যে আনন্দ।
আজকে আমি কেনো হলাম তোমার কাছে মন্দ?


(৩৮) অপেক্ষা
-------------
অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম শান্ত সুবোধ হয়ে,
আসবে তুমি এ পথ দিয়ে।
কুচবরণ এই মেয়ে
আমায় দেখেই চলে গেলে,
আছি পন্থ চেয়ে।


(৩৯) ভুল ভালোবাসা
-------------------
তোমার চোখের তারার মাঝে
চাঁদবদনী ছিলাম আমি!
বিধুঁমুখী ডাকতে আমায় বিস্ময়কর শব্দ তুলে।
আজকে তুমি কল্পলোকের তেপান্তরের
অন্য দেশের রাজার ছেলে।


(৪০) অন্ধকারের পিশাচ
----------------------
তোমার চোখে দেখেছিলাম স্বর্গাদপী আলোর রেখা।
বিমুগ্ধ প্রাণ সেই আলোতে ডুব দিয়েছি।
এখন দেখি তাতে নাচে
নষ্টজনের অষ্টরম্ভা
কূটকচালির অন্ধকারের পিশাচেরা।


(কবিতা একুশগুলো নারী চেতনায় লেখা)