রুক্ষ্মতলে সূক্ষ্মভাবে বিলাও তুমি প্রেমের সুর,
নূর পাহাড়ে খুঁজছো কারে! পাথর গলে সমুদ্দুর।
পাথর-পাহাড় হয় চুরমার আল-আমিনের ছোঁয়াতে,
উষর পুটে পুষ্প ফোটে কোমল প্রেমের রোঁয়াতে।


মুসলমানের ভয় আর কিসের সুরক্ষিত 'কাবা' তার,
মুহম্মদ ঐ সত্য-সুধা- মহা-প্রভুর অবতার।
মানুষ তরে মানুষ ঘরে নূরাল্লাহ ঐ হেরাতে,
সত্যালোকের বাণী নিয়ে ফিরে আসে সে রাতে।


খাদিজাতুল কোবরা তখন জড়িয়ে ধরে মুহম্মদ,
ইসলামের প্রথম নারী, আমার নবীর হয় উম্মত।
শুয়ে আছো হে জননী! জান্নাতুল মাওয়াতে,
রহমতের পাহাড় চুড়ায় মিললো আদম হাওয়াতে।


নজুলাহ, জেদ্দা, সৌদি আরব
২৬/০৯/২০১৩।