বিশ্বকাপে বিশ্ব কাঁপে
      নিঃস্ব কাঁদে ক্ষুধায়;
বিত্তবানে মত্ত গানে,
      রক্ত এবং সুধায়।


যুদ্ধ করে ক্রুদ্ধ স্বরে
      ক্ষুব্ধ নেতা যতো;
সৈনিক প্রাণ হয় অবসান
      দৈনিক শত শত।


দ্বন্দ্ব বচন মন্দ অনেক
      সন্দ বাড়ায় মনে;
মিষ্টি কথায় বৃষ্টি ঝরায়
      সৃষ্টি-প্রয়োজনে।


সাঙ্গ করো রঙ্গতা সব
      বঙ্গ সুধীজন;
যুক্তি কথায় মুক্তো থাকে
      শুক্তিরই মতন।


০৮/১২/২০২২
মিরপুর ঢাকা