নেতাদের    কাণ্ড জানি
ভাণ্ড নিয়ে টানাটানি
      হানাহানি দম্ভভরে;
নিজেদের    স্বার্থখানি
ব্যর্থ হলে ঢালে পানি
      নিয়ম-নীতি ভঙ্গ করে।


তারা সব    ঝাণ্ডা ওড়ায়
ডাণ্ডা ঘোরায়, ঠাণ্ডা মাথায়
      খুন করে যায় বিরোধীকে;
এইসব    কাণ্ড দেখে
ভণ্ড সকল একে একে
      করে পেশা রাজনীতিকে।


জনতার    নামে তারা
কামে এসে দিশাহারা!
      হয় লুটেরা, সন্ত্রাসী, চোর;
বেদনায়    ভাবছি বসে
কাঁপছি ভয়ে; ধরছে কষে
      সূর্য-বিবেক; হয় না যে ভোর।


এভাবে     আর কতোদিন
বাড়াবে ঋণ? হে অর্বাচীন!
      বলো, কতো মত্ত রবে?;
মিছিলে     মিটিংএ কয়
সিটিং-কথা কভুতো নয়
      'খেলা হবে, খেলা হবে'।


৩০/১১/২০২২
মিরপুর, ঢাকা।