বললে তুমি, 'ব্যাপার নয় তা'
ওটা ছিলো অতীত কথা',
'বলো তুমি, ক্যামনে ভুলি
অতীত দিনে সকল ব্যথা'?


বলেছিলে, 'বের হয়ে যাও,
আমার চোখের সামনে থেকে;
প্রেমের ভিক্ষা বন্ধ করো
হাত পেতো না আমার দিকে।
আমার মাথা আর খেয়ো না,
দয়া করে, যাও সরে যাও;
বিত্ত ছাড়া প্রেম করে যে
তার কাছেতে যাও ছুটে যাও'।


'সে সব দিনের অতীত কথা
স্মৃতির কাসায় ঘণ্টা বাজায়।
অতীত স্মৃতি ভুলে গিয়ে,
ক্যামনে ভালোবাসি তোমায়?
দুঃখ আমার চিরসাথী,
দুঃখ বাড়ুক চাই না আরো;
মিথ্যা এবং অহমিকায়
হওগে তুমি অন্য কারো'।


এখন আমি আমার মতো
একাই থাকি এ সংসারে,
তুমি থাকো তোমার মতো
আর ডেকো না বারেবারে।


২৫/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।