ক্ষমতার কাড়াকাড়ি, হানাহানি মোড়লের ঘরে;
আজ হাবুডুবু খায় স্বার্থ-মোহের সুতোয় নিয়ন্ত্রিত
সুউচ্চ সুরম্য বাড়ি, লোকালয়, রাজ্যের সীমানা।
গণতন্ত্রের দোহাই দিয়ে কতো প্রতিবেশীদের
ঘরে, আঙিনায় তোলে বিভেদের পাথর-দেয়াল;
জ্বলন্ত অগ্নির গোলা ছুঁড়ে দেয় লোকালয়ে, শূন্যে।
অথচ, তারাই দ্বন্দ্বী, দ্বীপ ভাঙ্গে, ফসল পোড়ায়
হিংস্র প্রবল শক্তিতে, রক্তস্রোতে, আদিম তাণ্ডবে।


তৃতীয় বিশ্বের দেশে দ্বন্দ্ব হলে লগ্নহীন সুরে,
সৃজনের অন্ধকারে ত্রাণকর্তা রূপে তারা আসে
রোমাঞ্চিত ঘনশ্যাম হয়ে; অবিরল সঞ্চালিত
অরণ্যতরঙ্গশীর্ষে, মাঠে, হাটে, সমুদ্রে, মাটিতে।
আজ তাদের গৃহেতে, মর্মতলে আগুন লেগেছে,
মধ্যদিনে অন্ধকার নেমে আসে তিয়াসার মাঠে।


০৪/১১/২০২০
মিরপুর, ঢাকা।