ঘন আঁধারের বুকে আমাদের খণ্ডিত জীবন বিষাদময়!
তবু, ভালোবাসা আসে চুপিচুপি আঁধারের বুক চিরে,
শরীরী ছায়াকে ঘিরে, আমোদী আলাপে, স্বপ্নের চৌহদ্দি বেয়ে।
লেবুপাতার লোবান-গন্ধ, উদোম আকাশে জ্যোৎস্নার ঢেউ,
বরষার কদমের রূপ, স্নিগ্ধকর শরতের শিউলি-সুবাস,
পাশাপাশি বসে আছে তারা, অবসরে, তোমাকে সম্মুখে নিয়ে।
বেদনাহত অশোক বনের সীতার সন্ধানে রামও চাতুর্য করে,
যজ্ঞরত মেঘনাদের প্রাণ-হরণে আঘাত হানে ভয়ার্ত লক্ষ্মণ!
প্রেম আর যুদ্ধ মানে না কখনো সংবিধিবদ্ধ সতর্কীকরণ,
তারা গল্পের ফানুস ওড়ায় আকাশ ছোঁয়ার অদম্য আবেগে।


৩১/০৮/২০১৯
মিরপুর , ঢাকা।