বাতাসে     ফুটেছে ফুল
আকাশে    বইছে নদী
মেঘেতে    ভিজেছে চুল
কাঁদে মন   নিরবধি।


পাগলে    প্রলাপ বকে
পৃথিবী     কেঁপেই উঠে
মরে সে   ভয়ের শোকে
বিবেকের  করপুটে।


এখানে      সোহাগ মরে
বেহুদাই     টানাটানি
সাধুজন     ঘরে ঘরে
করে যায়   কানাকানি।


কতো যে    সন্ত্রাসীবাজ
জুয়ারি      বদ-ফক্কর
তারা তো   করে না কাজ
দম্ভে        দেয় টক্কর।


হাছাকে     মিছা বানায়
রাতকে     করে যে দিন
কাপুরুষ    রয় ক্ষমতায়
তারা যে    মূর্খ-প্রবীণ!


বিদ্রোহীর    কোলাহলে
সহসাই     যাবে ভেঙে
দ্রিমিকি     উঠবে তালে
এসো রে   সদ্ভাবেতে।


মুক্তিরই      বিশ্বাসেতে
ফুসফুস   ফোলাও রে আজ
যতোটা     শ্বাস-প্রশ্বাসে
করে যাও   ঠিকঠাক কাজ।


একদিন    যাবেই চলে
ঐ দূর     অজানাতে
সকলই    ফেলে-ফুলে
জীবনের    সুর-সংঘাতে।


১৯/০৫/২০২২
মিরপুর, ঢাকা।