খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি আমরা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি,
উষ্ণ হবার চেষ্টা করেও জুড়িয়ে জুড়িয়ে যাচ্ছি।
দুঃখরা এসে মানুষ-জীবনে গুড়িয়ে গুড়িয়ে দিচ্ছে,
ভালোবাসা যত সঞ্চিত ছিলো দৈন্যরা কেড়ে নিচ্ছে।
বয়সের ভারে ক্রমে ক্রমে সবে ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছি,
কত কি পেলাম, কিবা হারালাম অবসরক্ষণে ভাবছি।
ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছি নিতুই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি,
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি শুধুই সুদূর অচিনে যাচ্ছি।
জীবনের ভেলা ভাসাই জলেতে তীর নাহি খুঁজে পাচ্ছি,
আমরা সবাই যাযাবর বেদে ভাঙা তরী নিয়ে ভাসছি।
ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছি!
         খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি!
                  কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি!
                           জুড়িয়ে জুড়িয়ে যাচ্ছি!


২২/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।