কী উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছো, হে বসন্ত!
জরাজীর্ণ এ সৌন্দর্য কি যথেষ্ট নয়?
ছোট ছোট স্মৃতি নিয়ে নিরিবিলি বসে থাকা,
খেলা করা ঘটনার পাহাড়ের নিচে পর্যুদস্ত
রাঙা মেঘ আর বৃষ্টি নিয়ে।
মস্তিষ্কের ভালোবাসা পর্যবেক্ষণ করার ক্ষমতা
এখন আর নেই।
আধাপূর্ণ এক পেয়ালা ঠাণ্ডা চা,
কাঠের মতোন শক্ত দুটি টোস্ট,
নড়বড়ে দাঁতে কামড়াতে কামড়াতে
গোরের মাটির গন্ধ শুঁকে যাওয়া-
এইতো জীবন, আরতো কিছু নয়।
কী উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছো আবার,
হে রঙিন বসন্ত আমার!


০৩/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।