দীর্ঘকাল- কতশত দিবসে ও রাত্রে,
পদ্ম পুকুরের পাড়ে, গাছের ছায়ায়,
মুখোমুখি বসে কত কথা বলে গেছি
গল্প করে, দুঃখ-সুখের স্তম্ভিত হয়ে।
সে সব শব্দ বৃক্ষের পাতায় পাতায়
খেলা করে যেতো; সুরবিহীন, ছন্দহীন;
মানুষের জীবনের পটভূমিকায়।
ফেরাতে তো পারবো না সে সকল কথা
সমস্ত শক্তিতে। তাই, বিশ্বে খুঁজে যাই
মধু-ছন্দে লীলায়িত কবিতার মাঝে।
বিষাদগ্রস্ত জীবনের স্মৃতির জানালা
সন্তর্পণে খুলে দেখি- ভোরের শিশির
নিঃশব্দের অঞ্জলির ফাঁকে ঝরে পড়ে
শূন্যতার মাঝে; অজস্র অশ্রুর ঝর্ণা ।


০১/০১/২০১৯
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।