ভাঙনের ভয়ে আজ মন যায় কেঁদে,
অশ্রু ফেলে অবিরাম কংক্রিট মাটিতে;
ভালোবাসা মেখে মেখে তারে যাই সেধে,
শুয়ে থাকে প্রিয়তমা শীতল পাটিতে।
শ্বাসরুদ্ধকর এক নিরব বিবাদে
ক্রমান্বয়ে গ্রাস করে  দুর্লভ নিসর্গ;
পরাজিত জীবনের গভীর বিষাদে
ক্রমে ক্রমে নিভে যায় উষ্ণতার স্বর্গ।


মানুষের ভালোবাসা এক ফোটা জল;
জানি, স্ফীত হলে হয়, অম্বু জলরাশি,
অবিরাম ঢেউ খেলে সাগর অতল!
সেইখানে খেলে যায় প্রেমসুধা হাসি।
তুমি সেই ভালোবাসা অনন্ত আলোক,
তোমার দৃষ্টিতে রবো কিশোর বালক।


২৪/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।