কিশোর বেলার আকাশটা খুব কাছে ছিলো বুঝি!
মাঠের ওপাড়ে গ্রামের পিছনে বিশাল খাদার মতো,
লাল-সাদা মেঘে চারিপাশ ঢাকা, এখনো ইহারে খুঁজি।
উপুড় হয়ে সে ছুঁয়েছে মাটির পৃথিবীর শ‌্যামলীমা,
কিশোরের মন বড় উচাটন ভাবতাম সারাক্ষণ,
আকাশ নেমেছে, খুব বড় নয় ধরণীর পরিসীমা।
মাঠের ওপাড়ে গ্রামের পিছনে একা একা যাবো চলে,
কোমল আলোর গোধূলি লগনে কোন কিছু নাহি বলে।
আকাশের সিঁড়ি বেয়ে তরতর চলে যাবো দূর পথ,
চাঁদের দেশের বুড়িমার কাছে; বুকে আছে হিম্মত।
বুড়িমার কোলে একা একা বসে গল্প শুনবো সব
অতীতের কথা, জন্ম-সৃষ্টি সাগরের পাহাড়ের;
ভয় দেখানোর জ্বীন-পরীদের জীবনের উৎসব।
পৃথিবী-সমান বয়সী চাঁদের বুড়িমার মুখ হতে,
শোনবো যে কথা প্রতি সন্ধ্যায় সুবোধ বালকের মতন,
কোথায় আছেন, কেমন আছেন আমাদের পিতা আর
তাঁহাদের পিতা, পিতামহ এবং প্রপিতামহগণ।


০৫/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।