ঊষার আলোর দুরন্ত মন
        কিশোর পরান জ্বলন্ত,
বাঁধনহারা পাখির মতো
        মনটি যে তোর উডন্ত।
সজীবতায় ভরিয়ে নিতে  
রাঙা আলো ছড়িয়ে দিতে  
কিশোরেরা উঠরে জেগে
        তোরাই নবীন ফলন্ত।


কিশোর-চেতন হয় যদিবা
        স্বচ্ছ এবং পবিত্র,
অন্তরে তার শিল্প-গীতি
        থাকে যদি কবিত্ব।
ভবিষ্যতের নবীন ধারা
উঠবে হেসে পরম্পরা
ওরে, কিশোর! পুড়িয়ে দে
        মনের সকল অসিত্ব।


নিজের তেজে জ্বলতে কিশোর
        সত্য পথের শরণ নে,
অমানুষের মতো ডুবে
        যাসনে আঁধার অরণ্যে।
তোর পরশে উঠবে জ্বলে
আলোর বাতি মহীতলে
একান্তে তুই মানুষ-প্রাণে
        হইবি চির-বরণ্যে।


২০/০৯/২০১৯
মিরপুর, ঢাকা।