আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম, ওরে!
খুনোখুনি করিবে না কভু পরস্পরে।
কখনো কেহ কাউকে না করো দেশছাড়া,
এই কাজ বড়ো পাপ জানিও তোমরা।
অতঃপর, খুনোখুনি করো পরস্পর,
একদল অন্যদলকে দেশত্যাগী করো
অন্যায়ের আক্রমন আরো করে যাও
মুক্তিপণের বিনিময়ে বন্দী মুক্তি দাও।
তবে কি তোমরা সবে এমনতরো হবে,
কিতাবের কিছু কথা বিশ্বাস করিবে?
আর কিছু প্রত্যাখান করিবে সজ্ঞানে,
এই কথা বলা আছে, কোন সে বিধানে?
পার্থিব দুর্গতি ছাড়া অন্য পথ নাই,
কিয়ামত-দিবসেও পাবে শাস্তিটাই।
আল্লা জানেন সকলই গোপন ও প্রকাশ.
অন্তরে বাহিরে যত তোমার বিশ্বাস।
পরকালের বিনিময়ে পার্থিব জীবন,
ক্রয় করো দ্বিধাহীন এমনই দুর্জন।
মুছাকে কিতাব দি'ছি, তারপরে আরো
নবী-রাসুল পাঠিয়েছি, মনে ভয় করো।
মরিয়ম-তনয় ঈশা সৃষ্টি মোজেজার,
পবিত্র রূহের দানে জন্ম হয় তাঁর।
যখনই কোন রাসুল নির্দেশ লয়ে আসে.
মিথ্যাবাদী-অহংকারী থাকে বড়ো ত্রাসে।
রসুলকে মিথ্যুক বলে হত্যা করে তারা,
অভিশাপ তাদের জন্য হত্যাকারী যারা।


২৯/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।