কাব্যে কোরআন (সুরা আল বাকারাহ-১৫) আয়াত নং- ১১৩-১১৯


আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


ইহুদি আর খৃষ্টানে পরস্পরে বলে,
'কিছুই জানে না তারা এই মহীতলে'।
অথচ, কিতাবে পাঠ তারা করে যায়,
গণ্ডমুর্খের মতো চলে তাহারা সবায়।
তাহাদের মতভেদ বিচারের দিনে
আল্লা মিটায়ে দেবেন, রেখো তুমি মনে।
জালিম তাদের চেয়ে নাই বড়ো আর,
পরস্পরে করে ঘৃণা এবং অহংকার।
পূর্ব-পশ্চিমে যেদিক তোমরা তাকাও
আল্লাহ বিরাজমান তাহা জেনে নাও।
মসজিদে তার নাম করিতে প্রচার,
বাধা দেয় যেই জন, সেই দুরাচার।
খৃষ্টানেরা বলে, ,ইসা, আল্লার সন্তান'!
পবিত্র আল্লাহতায়ালা তারাই নাফরমান।
আকাশ ও ভূমণ্ডলে যাহা কিছু আছে,
সকলই তুচ্ছ জেন আল্লাহর কাছে।
'হয়ে যাও', বলে যবে তাহা হয়ে যায়,
আকাশ পৃথিবী সৃষ্টি তাহারই দয়ায়।
কিছুই জানে না তারা বড়ো মূর্খজন
পৃথিবীর চারিদিক তাঁর নিদর্শন।
নিশ্চয়ই তুমি নবী, সত্যের বাহক,
দ্বীনের বার্তা জানাতে ভীতি প্রদর্শক।


১২/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।