আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
××××××××××××××××


অতঃপর, সবে মিলে দিলো যে কোরবানী,
আল্লাহর অভিপ্রায় ছিলো তা যে জানি।
একজন লোককে তারা করিয়া হনন,
সকলের কাছে তারা করেছে গোপন।
মৃত্যু নিয়ে পরস্পর দোষারোপ করে,
সত্যটাকে ঢেকে রাখে মিথ্যার চাদরে।
অতঃপর, বলি আমি সে মৃতকে নিয়ে
আঘাত করো গরুর এক খণ্ড দিয়ে।
মৃতকে জীবিত করে আল্লা দয়াবান,
এই নিদর্শন সবে দেখিবারে পান।
তারপরেও তোমাদের কঠিন অন্তর,
অধিক শক্ত যেমন পাষাণ প্রস্তর।
কিছু কিছু পাথর আছে, যা বিদীর্ণ হয়,
তার থেকে ঝর্ণা-নদী সৃষ্টি বিশ্বময়।
কতক আছে আল্লার ভয়ে ভয়ে থাকে,
সবসময় তাঁর নাম চুপে চুপে ডাকে।
কোনকিছুই আল্লাহর বে-খবর নয়,
মুসলমান হে, তোমরা জানিও নিশ্চয়।


তোমরা কি আশা করো ঈমান আনিবে,
তোমাদের সাথে তারা ডাকিবে যে 'রবে'?
তাহাদের মাঝে এমন আছে কিছু জন,
আল্লাহর বাণী যারা করিতো শ্রবণ।
সজ্ঞানে তারা আবার পাল্টিয়ে যে দিতো,
যদিও সকল কিছু ছিলো অবগত।
মুমিনের সাথে তারা সম্মিলিত হলে,
ঈমান এনেছে 'রবে' এই কথা বলে।
আবার যখন তারা মিলে পরস্পরে,
পাল্টিয়ে বলে যেতো, অন্য রকম করে।


২৬/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।