আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


আল্লাহর বাণী এই 'আলিফ-লাম-মীম',
সচেতনের কিতাব তা' মহিমা অসীম।
সন্দেহ নেইতো কোন অনু পরিমান,
পথ প্রদর্শক হলো এ আল-কোরআন।
বিশ্বাসী আছেন যারা আল্লার গায়েবে,
মোত্তাকীন হলো তারা জেনে নিও ভবে।
নিজের রিজিক থেকে যারা পৃথিবীতে,
নিসঙ্কোচে ব্যয় করে অপরকে দিতে।
পূর্ববর্তী নবীদের বিশ্বাসে রাখিয়া,
আল্লাহকে মান্য করে রুজু করে হিয়া।
তারাই যে সফলকাম পালকের কাছে,
হেদায়েতে সফলতা তাহাদেরই আছে।
আল্লাহ বলে নবীকে, শোন দিয়া মন,
কাফের মুশরিক যত তাদের বর্ণন।
তারা সবে অস্বীকার করে যে সত্যকে,
বিশ্বাস করে না তারা কভু যে আমাকে।
অন্তরে মোহর মেরে দিয়েছি যে আমি,
কানকে করেছি বধির জেনে নাও তুমি।
চোখ তাদের ঢেকে গেছে কঠিন পর্দায়,
তাহাদের জন্য শাস্তি আছে অপেক্ষায়।
কাফের হয়েছে তারা জানিও নিশ্চয়,
ফিরবে না সৎ পথে কাটিবে না ভয়।


৩০/০১/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পুরোপুরি পবিত্র কোরআন শরিফ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।