কাব্যে কোরআন (সুরা আল বাকারাহ-১৬); আয়াত নং- ১২০-১২৬


আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


ইহুদি-খৃষ্টান কভু মুহম্মদের প্রতি
সন্তুষ্ট হবে না যে, তারা লোভী অতি।
যতোদিন তাদের ধর্ম মান্য নাহি করো,
তাদের পছন্দ মতো পথটি নাহি ধরো।
বলে দাও তাদেরকে, 'এই সরল পথ,
আকাঙ্খার পূর্ণ হবে, হও যদি সৎ'।


হে বনি ইসরাইল! রাখিও স্মরণ,
শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাদের যেমন।
সকলের উপরেতে তোমাদের স্থান,
স্বয়ং আল্লহ নিজে করে গেছে দান।
ইব্রাহিমের বংশধর যতোদূর যাবে,
আল্লাহর কাছে তারা পুরস্কারই পাবে।
আদেশ করিলো আল্লা নবী ইব্রাহিমে,
কাবাঘর করো তৈরী বাবা-ছেলে মিলে।
যারা হবে এই ঘর তওয়াফকারী,
তারা হবে আল্লাহর প্রিয় নর-নারী।
রুকু-সেজদা করে যিনি পবিত্র মনে,
কেয়ামতের দিনে আল্লা রবে তার সনে।
অবিশ্বাস করে যারা ফায়দা লুটতে চায়,
নিকৃষ্ট দোজখানলে জ্বলিবে তথায়।


১২/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।