আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
××××××××××××××××


জানে নাতো তারা কিছু নাই অগোচরে,
গোপন ও প্রকাশ্য যা, আল্লার দরবারে।
এমন কিছু মূর্খ আছে কিছুতো জানে না,
মিথ্যার আখাঙ্খা মনে করে ঝনঝনা।
কল্পনা ছাড়া তাদের অন্য কিছু নাই,
আফসোস তাদের তরে শুধু বলে যাই।
গ্রন্থ লিখে নিজে, বলে- আল্লাহর বাণী,
বিনিময়ে নেয় টাকা, বড়ো নাফরমানী।
আফসোস তাহদের এমন উপার্জন,
দোজখের অগ্নিধারা করে প্রজ্জ্বলন।
যে মানুষ পাপার্জন করে দুনিয়ায়,
দোজখের অধিবাসী, রবে সে সেথায়।
আবার যারা ঈমান আনিয়াছে ভবে,
জান্নাতের অধিবাসী, সেথা তারা র'বে।
নিয়েছিলাম অঙ্গীকার বনি ইসরাইলের,
আল্লা ছাড়া উপাসনা করিও না ফের।
পিতা-মাতা, আত্মীয় আর এতিম-দরিদ্রে,
তাদের প্রতি ভালোবাসা ধরে রেখো চিতে।
সৎপথের পরামর্শ দিবে তাদেরকেও,
নামাজ প্রতিষ্ঠা করে যাকাতও দিও।


২৬/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।