কাব্যে কোরআন (সুরা আল বাকারাহ-১৭) আয়াত নং- ১২৭-১৩৪


আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


ইব্রাহিম-ইসমাইলে করোহ স্মরণ,
কাবাঘরের শুরু তারা করেছে স্থাপন।
দোয়া চায় ইব্রাহিম, 'পরওয়ারদেগার!
আজ্ঞাবহ করো তুমি বংশধর আমার।
তাদের মধ্য থেকেই এক রাসুল দেন,
পবিত্র বাণী সকল তিনি শিখাবেন।
মহান আল্লাহ তুমি হেকমতওয়ালা,
ক্ষমাশীল, দয়াশীল, প্রভু, হে মাওলা।
আমি নিজে অনুগত করি অছিয়ত,
সন্তানগণও যেন থাকে সেই মত'।
'হে আমার বংশধর! রাখিও স্মরণ,
মুসলিম নাহি হয়ে নিও না মরন'।
ইব্রাহিমের ধর্ম থেকে যারা ফিরে যায়,
অতল গহ্বর পথে তারা শুধু ধায়।
পুত্রের মধ্যে ইয়াকুব ঠিক পথ ধরে,
আল্লাহর কাছে বিনীত অছিয়ত করে।
ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুবের মতো,
এসো, হে মানুষ সকল, হই অনুগত।
বিচারের দিনে আল্লা দিবে কর্মফল,
নিশ্চয়ই সুখকর হবে তা উজ্ঝ্বল।


১২/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পবিত্র কোরআন শরিফের কাব্যিক অনুবাদ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।