আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
×××××××××××××××××


হে মানুষ! ইবাদত করো দিয়া মন,
যিনি তোমায় সৃষ্টি করে এবং পালন।
যে সত্ত্বা দিলো তোমায় উদার আকাশ,
প্রসারিত ভূমি আর বাঁচার বাতাস।
মেঘ হতো বর্ষণ করে বৃষ্টি সুধাজল
যাতে তুমি ফলা'তেছো ফুল ও ফসল।
তাঁর সমকক্ষ কভু করো না কাহারে,
জানিয়া বুঝিয়া তুমি সেজদা করো তাঁরে।
যদি কোন সন্দেহ থাকে কোরআনে,
একটি সুরা আনো দেখি তোমাদের জ্ঞানে।
সাহায্যকারী থাকে যদি তাহাকেও নাও,
সম্ভব নয় জেনে রেখো যতো তোমরা চাও।
তোমাদের দ্বারা তাহা কভু হবার নয়
কাজেই হে মানুষেরা করো তাঁরে ভয়।
নরক-ইন্ধন হলো মানুষ ও পাথর,
কাফেরের জন্য তাহা জ্বলে যুগান্তর।


ওহে নবী! সুসংবাদ দিন তাঁদেরকে,
ইমান এনেছে যারা পৃথিবীর বুকে।
তাঁহাদের জন্য স্বর্গ- ফূল-ফল ভরা,
যার পাদদেশে বহে শীতল নহরা।
শুদ্ধাচারী নারীকুল তাঁহাদের সাথে,
অন্তহীন অবস্থানে রবে দিনে রাতে।
মুমিন তাঁহারা, যারা করিবে বিশ্বাস,
ক্ষুদ্রাতি উপমা দিয়ে করি যে প্রকাশ।
প্রভুর সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করে যারা,
চিরদিন ক্ষতিগ্রস্থ পৃথিবীতে তারা।
নিষ্প্রাণ ছিলে তোমরা আমি দিছি প্রাণ,
মরার পরে আবারো করবো জীবনদান।
সেই আল্লার কুফরি করো যে কেমনে?
অসংখ্য আকাশ তাঁর জেনে রেখো মনে।
জ্ঞানময় আল্লাহ জানেন সকল বিষয়,
তাঁর কাছে সব কিছু অবহিত রয়।


০৮/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পুরোপুরি পবিত্র কোরআন শরিফ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।