আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম,
দয়ার আধার যিনি করুণার ধাম।
××××××××××××××××


ওহে বনি ইসরাইল! করোহ স্মরণ,
নিয়ামত দিয়েছি যে এ যাবৎক্ষণ।
অতএব, পূর্ণ করো সেই অঙ্গীকার,
মনে প্রাণে ভয় করো আমার কথার।
আল্লাতালা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না,
পাঠানো কোরআনকে মিথ্যা কইও না।
এ আয়াতের করো নাকো তুচ্ছ বিনিময়,
সত্য-মিথ্যা মিশাইও না, মনে রেখো ভয়।
নামাজ পড়ো সবিনয়ে; যারা নামাজ পড়ে,
তাঁদের সাথে অবনত হও করজোড়ে।
পূর্ণ করো যাকাতের হিসাব ও নিকাশ,
গোপন করো না কিছু করে যাই প্রকাশ।
সৎকর্মের আদেশ দাও, পড়ো এ কোরান,
বিনয়ীর সাথে রহে আল্লাহ মেহেরবান।
হে বনি ইসরাইল! দিয়েছি সম্মান,
সারা বিশ্বে বাড়িয়েছি তোমাদের মান।
সৎ কাজে উৎসাহ দাও সকলেরে,
অবনত হও সবে আল্লাহর তরে।
এই কিতাব পড়ে কি সব ভুলে যাও?
তবুও কোরান পড়ো, উৎসাহ দাও।
ধৈর্যধারণ, নামাজ পড়া যদি কঠিন হয়!
বিনীতজনের কাছে তা' কঠিন নয়।
নিশ্চিত বিশ্বাস রাখো, ভুল নেই পাছে,
ফিরিতে হবে সবার পালকেরই কাছে।


১১/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ- এ লেখা পুরোপুরি পবিত্র কোরআন শরিফ নয়; কোরআনের ভাব, কথা, উপদেশ, ঘটনা ইত্যাদি বিষয়াবলীকে কাব্যে প্রকাশ মাত্র। ভালোবাসা প্রতিজন পাঠকের প্রতি।