চারিদিকে আলো থইথই করে, আর
ঘন নিরানন্দ ঢেউ তুলে খেলে যায়;
চলে গেছো তুমি, হে অচিন্ত্য সরকার!
কুয়াশায়, চিরায়ত মরণের নায়।
শব্দের চরে ছন্দের নদী আজ কাঁদে,
কেঁপে কেঁপে ওঠে বেদনাবিধুর স্বরে;
বিনামেঘে বজ্রপাতে মৃত্যুর সংবাদে,
হয় শোকাহত কবিকুল পরস্পরে।


আসবে না ফিরে দূরদেশ থেকে জানি,
হতাশার বীজ বুনে যায় সবে মিলে;
আকাশে বাতাসে বিদায়ের কানাকানি
বাজে। রয়ে যাবে যা গড়েছো তিলেতিলে।
শাশ্বত নিয়মে চলে গেছো বহুদূর,
তোমার বিদায়ে বাজে দুঃখের ঘুঙুর।


০৬/০৫/২০২২
মিরপুর, ঢাকা।


বাংলা কবিতার আসরকবি অচিন্ত্য সরকার (জন্ম ১ লা এপ্রিল, ১৯৭৫; মৃত্যু ৪ মে, ২০২২)-এর অকাল প্রয়াণের স্মৃতিস্মারকস্বরূপ লেখা।