[ বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক পরিচয়ের লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, কবি আসলাম সানী’র নানা বিষয়ে সমৃদ্ধ গ্রন্থ সংখ্যা প্রায় দুই শতাধিক। কবি ব্যক্তি জীবনে অত্যন্ত সদালাপী। কবির জন্মদিন ৫ জানুয়ারী। তাঁর জন্মদিনের শুভেচছা জানিয়ে লেখা।]
----------------------------------------------------



অভিনন্দন তোমায়, বেঁচে থাকো নিঃশ্বাসে-বিশ্বাসে
সাতরঙা প্রজাপতি হয়ে, এ শ্যামল বাংলাদেশে।
হাসি-আনন্দ হিল্লোলে, শব্দে-ছন্দে, ঘুড়ি হয়ে উড়ি'
প্রীতির বন্ধনে বাঁধো কালজয়ী শব্দের মঞ্জুরী।


সহজে সহজ করো কঠিনেরে আপন প্রভায়,
কৃষ্টি-সন্ধিক্ষণে করো বিকশিত বিমুগ্ধ ছড়ায়।
পৃথিবীর সকলেরে ভালোবেসে উচ্চাসনে রাখো,
প্রেমময় হাসি দিয়ে আপনার দুঃখ-কষ্ট ঢাকো।


জীবনের চাওয়া-পাওয়া শুদ্ধাচার, মানবিক প্রেম;
নির্বিরোধী, সদালাপী তুমি, এইটুকু জানিলেম।
তোমার এ জন্মদিনে রাখি এই আশির্বাদখানি-
যুগ-যুগান্তর বেঁচে থাকো কবি আসলাম সানী।


০৫/০১/২০২০
মিরপুর, ঢাকা।