জীবন কথায়  চলছে অন্য ধারা,
স্বপ্নবোনার নকশি কাঁথার মতো;
প্রেম-বিরহের কাব্য লিখছে যারা,
বাড়ছে তাঁদের বন্ধন অবিরত।


মুক্তমনের কাব্যকথার বাণী
ঝংকৃত হয় সকল কবির প্রাণে;
'সত্যই সুখ' আমরা সবাই জানি,
থাকছি সবাই সত্য ও সম্মানে।


আলী মুহাম্মদ লিয়াকত কবি, যিনি
কাব্যসুধায় ব্যস্ত বিপুল কাজে;
সঠিক কথার, শুদ্ধমনের তিনি,
নিজ গুণে র'ন সব কবিদের মাঝে।


তিরাশি বছর পার করে আজ কবি;
তবুও, প্রাণের উচ্ছ্বলতার গুণে,
সুস্থ-সবল, কল্পলোকের ছবি;
মন ও মাটির প্রেমের কাব্য বোনে।


মুগ্ধ-হাসির ঝলক নয়ন-তলে,
সকাল বেলার অরুণ প্রভায় হাসে;
চিত্তের প্রেম মোমের মতোই জ্বলে
আলোক ছড়ায় অনন্ত উল্লাসে।


হাস্যমূখর দুরন্ত প্রাণ হাতে,
আঁধার ভেঙ্গে জাগলো আলোর রবি;
করছি আশীষ, সকল ঝঞ্ঝাবাতে
সুস্থ-সবল, সুন্দর থেকো কবি।


বেঁচে থাকো কবি আামাদের মাঝে তুমি
উচ্ছ্বল প্রাণে, দুরন্ত ভাবনায়;
এই বন্দনা করে যাই আজ আমি
বিশ্ব-পিতার নশ্বর দুনিয়ায়।


১৭/০১/২০২৩
মিরপুর, ঢাকা।