কবিগণ মনেমনে সুগন্ধি বকুল
চাষ করে; জোছনার তরল রজতে
সারারাত স্নান করে যায়। কবিকুল
অকালবোধনে পদ্ম আনে শতেশতে-
প্রেমের কাব্যকলায় ছন্দরীতি-মূল
খুঁজে খুঁজে হয়রান; তবু, নিজ মতে
শব্দের গাঁথুনি চলে; যেন তা' অতুল
সৌন্দর্যে আলো ছড়ায় ধূসর পর্বতে।


কবির অন্তরে ভাসে কবিতার কথা-
বিকেলের শেষ আলো যেমন মিলায়
দিগন্তের অন্ধকারে। ব্যাকুল হৃদয়ে
ওঠে আসে কাব্যকথা; জাগে আকুলতা
নির্বিবাদে পুনর্বার। তখনি বিলায়
অবশিষ্ট ভালোবাসা কঠোর নির্দয়ে।


২১/১০/২০১৭
মিরপুর, ঢাকা।
(সনেট)