অত্যাধুনিক কাব্য গড়ে
          ছন্দদোলা নেই তাতে,
দীঘল পথে পাড়ি জমায়
          শুরু করে ভোররাতে।
ছন্দ আছে নদীর জলে,
ছন্দ আছে ঝর্ণাতলে,
ছন্দ দোলে পলে পলে
          বিটবির ঐ ডাল-পাতে;
অত্যাধুনিক কাব্য গড়ে
          ছন্দদোলা নেই তাতে।


শব্দ দিয়ে জব্দ করে
          কাব্যকথার পাঠককে,
জটিল করে কূটিলতায়
          প্রহসনের নাটককে।
বোধগম্যতার উর্ধ্বেতে তাই
উড়ায়ে যায় শব্দেরই ছাই,
মাথামুণ্ডুর অর্থ যে নাই,
ছন্দ কথা বন্ধ এবার,
          কাব্যকলা আটক যে;
শব্দ দিয়ে জব্দ করে
          কাব্যকথার পাঠককে।


ছন্দছাড়া কাব্য করা
          তালহারা এক গান রে,
বিয়েবাড়ি খাওয়ার শেষে
          চুন ছাড়া এক পান রে।
ঢেউ ছাড়া এক নদীর মত
বয়ে চলা অবিরত,
অদ্ভুতর শব্দ যত
          খুঁজতে পেরেশান রে;
ছন্দছাড়া কাব্য করা
          তালহারা এক গান রে।


১৯ জ্যৈষ্ঠ, ১৪২৪
০২/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।