কবি ও কবিতা যে আকাশ আর চাঁদ,
মাঝখানে বিভাসিত শৈল্পিকের ফাঁদ।
কবি হলো আকাশ আর চাঁদ কবিতা,
এরই মাঝে খেলা করে ভাবের সবিতা।
সারি সারি গ্রহতারা গহণার ভার,
রুনুঝুনু বেজে ওঠে খুব চমৎকার।
কবি যদি বলে, 'হও'; সৃষ্টি হয় তার,
কবিতারা হয়ে ওঠে সুরের সেতার।
হাটে মাঠে বাটে ঘাটে কবিতার চাষ,
ফুলে ফলে ভরে ওঠে তৃণ লতা ঘাস।
পাঠক বাতাস এসে সুবাস ছড়ায়,
সময়ের না'য়ে চড়ে কতো দেশে যায়!
কবি আর কবিতারা একজোট হলে,
সোনাঝরা ভাবনারা আলো হয়ে জ্বলে।


১৯/০৪/২০২২
মিরপুর, ঢাকা।